Top Newsআন্তর্জাতিক

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি, নিহত ৭

মোহনা অনলাইন

ভারতের রাজধানী দিল্লিতে এক ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটারেরও বেশি। এই বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাজধানী।

অতি বৃষ্টিতে শহরজুড়ে জলাবদ্ধতা এবং বিভিন্ন ঘটনায় মারা গেছেন সাতজন। আজ বৃহস্পতিবারও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

দিল্লিজুড়ে অনেক রাস্তাই পানির নিচে চলে গেছে। দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দিল্লির গাজিপুরে তনুজা ও তার তিন বছরের ছেলে প্রিয়াংশ জলে ডোবা রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন।  গুরুগ্রামের ইফকো চকে বিদ্যুৎবাহী তার রাস্তায় জমা জলে পড়ে যায়। তাতে তিনজনের মৃত্যু হয়।  সবজি মণ্ডিতে বাড়ি ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে।  গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে একজনের।

মোট দশটি বিমানকে ঝড়-বৃষ্টির সময় নামতে দেয়া হয়নি। আটটি বিমানকে জয়পুর ও দুইটি বিমানকে লখনউ পাঠিয়ে দেয়া হয়।

দিল্লিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লিতে বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হবে। খুব দরকার না থাকলে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, ৫ অগাস্ট পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে।এদিকে শিক্ষামন্ত্রী অতিশি জানিয়েছেন, প্রবল বৃষ্টি হতে পারে বলে সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button