দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে অভিযোগ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি। সেনাবাহিনী একটি গুলিও ছোড়েনি।’
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
ওই সময় মধ্যবর্তী নির্বাচন নিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি দাবি করে কাদের বলেন, বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপ চেয়ে দেয়া তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল।
তিনি বলেন, চলমান বিচার থেকে বাঁচার জন্য তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিএনপি নেতা লন্ডনে বসে উসকানি দিয়ে দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত হবে এবং হত্যাকারীদের চিহ্নিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান, নিরপরাধ কাউকে কোন প্রকার হয়রানি যেন না করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।