কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশের নাজেহাল পরিস্থিতিতে সাধারণদের মত খারাপ সময় পার করছে দেশের শোবিজ অঙ্গন। তাদের একজন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। দেশে চলমান এই পরিস্থিতিতে একরকম অস্বাভাবিক জীবন পার করছেন তিনি।
তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মূল ছবির বদলে রক্তবর্ণের লাল পর্দা! কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যেন খুব বেশি মর্মাহত তিনি। বিভিন্ন বিদ্রোহী পোস্টের ক্যাপশনের কথাগুলোতে একেকটি প্রতিবাদের সুর।
বর্তমানে মেয়েকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন মিথিলা। এরই মধ্যে চলমান ইস্যুর সঙ্গে সামঞ্জস্য বেশ চমক দেখালেন মিথিলা কন্যা আয়রা। তা দেখে মা মিথিলা বলেই উঠলেন, ছোটরাও এখন বড় হয়ে গেছে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের মেয়ের আঁকা কিছু ছবি পোস্ট করেন মিথিলা। ছবিতে দেখা যায়, লাল রক্ত মাখা শরীরে একটি বেডিতে পড়ে আছে কিছু নিথর শরীর। পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আরও কিছু মানুষ। তার একটি প্ল্যাকার্ডে লেখা ‘উই ওয়ান্ট ফ্রিডম’। আরেকটি প্ল্যাকার্ডে লেখা, ‘উই ওয়ান্ট জাস্টিস’। ওপরের প্রচ্ছদে লেখা, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’।