রাজধানীসহ সারাদেশ বিক্ষোভে উত্তাল। আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছে অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বিকেল নাগাদ শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শহীদ মিনার ও আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে। অনেকের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বিক্ষোভ-স্লোগানে অংশ নিয়েছেন।
এদিকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হয় শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সির গেট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের কোণা পর্যন্ত মানুষ আর মানুষ। অন্যদিকে শহীদ মিনারের পশ্চিম পাশের মোড় পর্যন্ত লোকে লোকারণ্য। হাজার হাজার এসব মানুষ ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন অনবরত। স্লোগান দিতে দিতে আব্দুল ওহাব নামের এক রিকশাচালক বলতে থাকেন, ‘আজ সবাই মাঠে নেমেছে। আমি নেমেছি, আমার ছেলেও নেমেছে। আমি আর মানা করিনি ছেলেকে। দেশকে তো ছেলের জন্য নিরাপদ করতে হবে। ও নিজেও এই লড়াইয়ের ভাগিদার হোক।’