সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গণভবনের দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড় থেকে গণভবনের দিকে যাওয়ার রাস্তা ও বিপরীত পাশের ফেরার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে রাখা সড়কের মধ্যে সাধারণ মানুষের প্রবেশের কোনো সুযোগ নেই। ব্যারিকেডের ভেতরে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে। আছেন সেনাবাহিনীর সদস্যরাও।
মিরপুর সড়ক ধরে গণভবনের দিকে যাওয়ার রাস্তা বন্ধ দেখা যায়। বিকল্প হিসেবে কলেজ গেটের দিয়ে প্রবেশ করে রেসিডিন্সিয়াল মডেল কলেজের পেছন দিয়ে মোহাম্মদপুর হয়ে আসাদগেটের মূল সড়কে উঠে দেখা যায়, সংসদ ভবনের পেছনের রাস্তার মুখে গণভবনের মোড়ে দুই পাশের সড়ক ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। সেখানেও সাঁজোয়াযানসহ সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন, রয়েছে বিজিবি ও পুলিশের সদস্যরাও।