নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (ডিএক্সবি) থেকে ঢাকাগামী ফ্লাইটে তুলে দিয়েছেন আরব আমিরাতের নিরাপত্তা কর্মকর্তারা । ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে দুপুর ২টা ১০ মিনিটে অবতরণের কথা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে।
এর আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারে ১৫ জন। তবে এ সংখ্যা বেশি বা কমও হতে পারে।