বিনোদন

পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই

মোহনা অনলাইন

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই তিনি সক্রিয়। নিজের ব্যক্তিগত মতামত ও কাজের বিষয় নিয়েই ফেসবুকে কথা বলেন এই অভিনেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি তারকারা  সংহতি জানালেও চুপ থাকতে দেখা গেছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

আজ শুক্রবার দুপুরে চঞ্চল তার ফেসবুকে নিজের পরিচয় ও অবস্থান জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে শুরুতেই তিনি লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি…….আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দিইনি। আমি সাধারণ একজন শিল্পী।’

এ অভিনেতা আরও লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী।পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

এ পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরা বিরূপ মন্তব্য করেছেন। শাহরিয়ার খান লিখেছেন, আপনি তাহলে গুহা থেকে বের হয়েছেন এতদিন পর। চুপ থাকার অনশন ভাঙলো তাহলে। তারিকুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘সাদা সাদা কালা কালা এই গানটা শেখ হাসিনাকে আর শুনাবেন কবে?’ জাহিদুল ইসমামের ভাষ্য, ‘আপনিও পল্টি নিলেন, হাসিনা এই জন্যই দেশ ছাড়ছে, সবাই পল্টি নিবে উনি বুঝে ফেলছিলেন।’

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button