Top Newsজাতীয়

আজ সারাদেশে সংখ্যালঘু সংগঠনের বিক্ষোভ সমাবেশ

মোহনা অনলাইন

রাজধানীসহ সারা দেশে আজ রোববার (১১ আগস্ট) সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে তিন সংখ্যালঘু সংগঠন।

গতকাল শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংখ্যালঘু তিন সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনতিবিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ ও হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার, বিচার ও হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গাজমি ফিরিয়ে দেওয়ার সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

আজ বিকাল তিনটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করা হবে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button