কর্মবিরতির প্রায় এক সপ্তাহ পর সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে পুলিশ ধর্মঘট প্রত্যাহারের পর আজ তারা দায়িত্বে ফিরে এসেছে।
গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
ট্রাফিক পুলিশের সদস্যরা আজ তাদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। কারওয়ান বাজার, খামারবাড়ি, ফার্মগেটসহ মিরপুর রোড ও ধানমন্ডি-৩ এর বিভিন্ন স্পটে ব্যস্ত ট্রাফিক পুলিশকে দেখা গেছে।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আনিসুর রহমান বলেন, ‘ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা নগরবাসীর জন্য স্বস্তির। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা। তবে এটি বেশিদিন চলতে পারে না। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।’
ক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদেরও সহায়তা করতে দেখা গেছে।
ছাত্র অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা।