উত্তর অস্ট্রেলিয়ান পর্যটন শহর কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুজন। তারা ওই হোটেলের গেস্ট।
স্থানীয় সময় রবিবার (১১ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে ডাবলট্রি বাই হিল্টন হোটেলের ওপর হেলিকপ্টারটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারে থাকা একমাত্র ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হোটেলের দুজন অতিথি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন ৮০ বছর বয়সী পুরুষ এবং ৭০ বছর বয়সী এক নারী। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনার সময় কেয়ার্নসের প্রধান এসপ্লানেডের ওই হোটেলে অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘খুব নিচ দিয়ে’ একটি হেলিকপ্টার উড়তে দেখেন তিনি যার কোনও লাইট ছিল না এবং তখন বৃষ্টি হচ্ছিল। হেলিকপ্টারটি হঠাৎ ঘুরে হোটেলের সঙ্গে ধাক্কা খায় এবং বিস্ফোরিত হয়।
এক পথচারী বলেন, সংঘর্ষের আগে তিনি হেলিকপ্টারটিকে হোটেলের পাশ দিয়ে দুবার উড়তে দেখেছেন। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে যে তারা ঘটনাস্থলে তদন্তকারী পাঠাচ্ছে। হোটেলের চারপাশের রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জরুরি অবস্থা ঘোষণা করেছে।