সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের মধ্যে ফ্রন্ট লাইনে আছেন হিনা খান। ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। হাসপাতালের বেড থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তিনি।
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। ১১ আগস্ট হিনা লম্বা একটি প্রতিক্রিয়া প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে। হিনার ভাষায়, ‘যে কোনও নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু। যে কোনও ধর্ম, জাতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনও সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।’
হিনা মনে করেন, যে কোনও দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া একটি মৌলিক বিষয়। তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে যে সমস্ত মানুষ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যথী। আমি মানবতাকেই সবার আগে রাখি। প্রার্থনা করুন, বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন। মানবিকতা বজায় রাখুন।’
হিনা খান আরও বলেন, ‘প্রার্থনা করছি, নিজের দেশ বাংলাদেশে যেন সমস্ত হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়রা সুরক্ষিত থাকেন।’