প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন সালাহ উদ্দিনকে একান্ত সচিব-১ পদে রাখতে চাইবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। এর আগে, বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ চুক্তি ভিত্তিতে থাকা ১১ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।
এদিন পৃথক পৃথক প্রজ্ঞাপনে সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমানকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জুবাইদা নাসরিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসনের অতিরিক্ত সচিব (ওএসডি) নুরুল আলম চৌধুরীকে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।