অলিম্পিক আয়োজন করতে ভারত সক্ষম, শীঘ্রই ভারত অলিম্পিক আয়োজন করতে পারবে। আগামী ২০৩৬ সালে ভারত অলিম্পিক আয়োজন করতে সক্ষম হবে বলেই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই কথাই জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যাঁরা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের অভিনন্দন জানাই। যাঁরা প্যারালিম্পিকে অংশ নেবেন, তাঁদেরও শুভেচ্ছা জানাই।’
অলিম্পিক ভারত-সহ সৌদি আরব, কাতার এবং তুরস্ক প্রত্যেকেই চাইছে আয়োজক দেশ হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে। তবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাচনের মাধ্যমেই আয়োজক দেশ চূড়ান্ত হবে।
ভারতের অলিম্পিক আয়োজক দেশ হিসাবে অংশগ্রহণ করার প্রসঙ্গে তিনি জানান, “এটা আমাদের স্বপ্ন যে আমরা ২০৩৬ সালের অলিম্পিক আয়োজক দেশ হবো। এই জন্য ইতিমধ্যেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।”
এ মাসের শুরুতে ভারতের লোকসভায় কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ধবিয়া এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে অলিম্পিক আয়োজনের প্রস্তুতি ও ভাবনার কথা জানিয়েছিলেন।
অলিম্পিক আয়োজনের দায়িত্ব কোন দেশ বা শহরকে দেওয়া হবে, সেটি ঠিক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।