Top Newsশিক্ষা

আজ থেকে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদার

মোহনা অনলাইন

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ একমাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলেছে সব স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা।

সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর স্কুল ও কলেজগুলোর ফটকে কড়াকড়ি আরোপ করেছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থী ও ঘনিষ্ঠ অভিভাবক ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার স্কুল খুলছে। ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। তারা যেন রাস্তায় কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য পরিবহনের সঙ্গে যুক্তদের সতর্ক থাকতে বলেছি। এ ছাড়া প্রত্যেক অভিভাবককে এসএমএস করে সন্তানের বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেছি।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকে রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হয়েছে। তবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রাশাসনিক শূন্যতার কারণে ক্লাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সেখানে বিচ্ছিন্নভাবে অনেক বিভাগ সিদ্ধান্ত নিয়ে ক্লাস নিলেও পুরোদমে ক্লাস শুরু করা যায়নি।

অন্যদিকে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, বরিশালসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button