দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (১৮ আগস্ট) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ অনুযায়ী তাদের অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে ৪৯৪ উপজেলার নির্বাহী অফিসারকের ওইসব উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৮টি বিভাগের ৬৪ জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে।