দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে এ ছবিটির নাম এরই মধ্যে নিবন্ধন করেছেন পরিচালক।
প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। ইতোমধ্যেই পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সামনের মাসে থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্রসঙ্গে জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’
কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে, শুটিংয়ের আগেই ছবির কাস্টিং জানানো হবে।’