সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বিসিবি সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। এর মধ্য দিয়ে সমাপ্তি হলো বাংলাদেশ ক্রিকেটের একযুগের সর্বময় কর্তা হয়ে থাকা নাজমুল হাসান পাপনের।
আজ (বুধবার) বোর্ড সভা ডাকে বিসিবি। এই সভাতেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাপন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি।