Top Newsআন্তর্জাতিক
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক
মোহনা অনলাইন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সাহসী সাংবাদিকতার জন্য চলতি বছরের (২০২৪) শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি চার সাংবাদিক হলেন— বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা, আলোকচিত্রী মোতাজ আজাইজা ও টিভি সাংবাদিক হিন্দ খৌদারি।
গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক আগ্রাসন, হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু ইসরাইল যা গত ১০ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। এতে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি। শত ঝুঁকির মধ্যে জীবনকে তুচ্ছ করে গাজায় ইসরাইলের চলমান এই আগ্রাসন ও হত্যাযজ্ঞ বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন সাংবাদিকরা। তাদের মধ্যে চার সাংবাদিক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন।