ফেবুতে চলছে পুরনো ছবির নাড়াচাড়া। ফেসবুকে ঢুঁ মারলেই এখন ভেসে আসতে থাকে এক যুগ আগের ছবি। হঠাৎ করেই ফেসবুক জুড়েই চলছে এমন কাণ্ড। ফেসবুকে ভেসে আসছে সবার পুরনো ছবি। পুরনো ছবি ফেবুতে দেয়ার এই ট্রেন্ডে সব শ্রেনীর পেশার মানুষ থেকে শুরু করে বাদ যাচ্ছে না সেলিব্রেটিরাও।
এক যুগ আগের অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, বুবলী, নাবিলারা দেখতে কেমন ছিলেন। একনজরে দেখে নিতে পারেন ছবিতে—
এক যুগের বেশি সময় আগের ছবিতে ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা। ছবিটির নিচে ভক্তরা লিখেছেন, ‘চিনতে কষ্ট হয়’। তিনি ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস। সে সময় তাঁর ক্যারিয়ারে সবচেয় ভালো অবস্থায় ছিল।
প্রথম ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। পরে নাটকে অভিনয় করলেও তিনি এখন নিয়মিত সিনেমার মুখ। ‘জোনাকির আলো’ সিনেমার শুটিংয়ের সময়ের ছবিতে নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায় এক যুগ আগের ছবিতে অনেকটাই অচেনা মনে হয় এই অভিনেত্রীকে।
এক যুগ নয়, তবে প্রায় এক দশক আগের ছবিতে এই নায়িকা। তখনো তাঁর কোনো সিনেমা মুক্তি পায়নি। তখনো উপস্থাপক হিসেবে কাজ করতেন এই নায়িকা। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি নায়িকা শবনম বুবলী। ছবি: ফেসবুকছবি: ফেসবুক
উপস্থাপনা ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। প্রথম সিনেমায় নাম লিখিয়েই বাজিমাত। শেষ দ্বিতীয় সিনেমাটিও আলোচনায় আসে। এই অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এক যুগ আগের একটি ছবিতে এই অভিনেত্রী। তিনি ‘আয়নাবাজি’ ও ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন।
গত দুইদনি যাবৎ দীর্ঘদিন আগের চেনা পরিচয় বন্ধু কিংবা তারকাদের পুরনো ছবি ঘিরে কমেন্ট ঘরে জমা হচ্ছে নানান মন্তব্য, চলছে হাসি-ঠাট্টা। আর ‘Nice & Attractive’ যেন লিখতেই হবে। সেই সাথে এটা কে রে, দিলাম লাড়া এই জাতীয় কমেন্টতো না করলেই যেন চলছে না।
তবে ভক্তদের এ বিষয়টি বেশ পজিটিভভাবেই দেখছেন তারাকারা। তারা নিজেরাও তাদের পুরনো ছবি দিয়ে লিখছেন নানান কথা। অনেকেই লিখছেন পুরনো ছবি ফেবুতে দিয়ে একটু নাড়া দিলাম।
এমন পরিস্থিতিরি মধ্যে পড়েছে খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। তার পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে।