সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার কাতারে এবার নতুন নাম আসলো ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার আলোচিত বিপ্লব কুমার সরকারের। দেড় লাখ টাকার বিনিময়ে পাচারকারিদের সহযোগিতায় ৯ সেপ্টেম্বর রাতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকারিদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হলে বিষয়টি জানতে পারে সবাই।
অডিও রেকর্ডের মাধ্যমে চোরাকারবারি শুভ স্থানীয়দের হাতে ধরা পড়লে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়ার বিষয়টি স্বীকার করেন শুভ। তার সাথে আরও কয়েকজন এ কাজে সহযোগিতা করে।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানিয়েছেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ নেওয়ার পাশাপাশি তদন্ত করছে বিজিবি।
ডিসি বিপ্লব কুমার এর জন্ম কিশোরগঞ্জ সদর উপজেলার খরমপট্টিতে। ২১ তম বিসিএস এর মাধ্যমে মোহাম্মদপুর জোনের এএসপি হিসেবে চাকরতে যোগদেন। এরপর আস্তে আস্তে চড়াই-উৎরাই পার হয়ে, তিনি তেজগাঁও জোনের ডিসি হন। চলতি বছরের ২ জুন পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছিলেন বিপ্লব কুমার সরকার।