চলতি মৌসুমে কক্সবাজারে ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কেবল কক্সবাজার নয়, সারা দেশেই এ মৌসুমে এত বৃষ্টি আর কোনোদিন হয়নি। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টিপাত বেড়েছে। এই প্রভাব থাকবে আরও দুয়েকদিন।
শুক্রবার সকালের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বলছে, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে ৩৭৮ মিলিমিটার। এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য বলছে, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে ৪০১ মিলিমিটার। এ মৌসুমে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
এদিকে প্রবল বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। কলাতলী ডলফিন মোড়, উপজেলা বাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি ছাড়িয়ে গেছে। এ ছাড়া কক্সবাজারের অন্তত ২০টি পয়েন্টে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ডিককুল এলাকায় মা ও দুই মেয়ে এবং উখিয়ায় আরও তিনজন নিহতের তথ্য মিলেছে।