বিনোদন

আমাদের শ্রেয়াস একটা বাড়ি কিনেছে : টুটুল

মোহনা অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রে  বাড়ি কিনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল এবং সকলের প্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের বড় ছেলে আরশ। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন টুটুল নিজেই।

ফেসবুকে টুটুল কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে শ্রেয়াসের সঙ্গে দেখা গেছে তাকে। দুজনের হাতে বড় একটি চাবি। পুত্রের বাড়ি কেনার খবরটি এভাবেই ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। বাড়ির ছবিও দিয়েছেন গায়ক।

ক্যাপশনে লিখেছেন, আমাদের শ্রেয়াস একটা বাড়ি কিনেছে। এটা আমাদের জীবনের একটা অসাধারণ আনন্দের দিন। আপনাদের সময় ও সুযোগ হলে একবার বেড়াতে আসার আমন্ত্রণ রইল আমাদের এখানে। প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে তুমি ভালো রেখ।

ছবি সংগৃহীত

এ খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুটুলের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে। মন্তব্যের ঘরে জানিয়েছেন অভিনন্দন।
কদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে টুটুল লিখেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন আমার কথা। আমরা তিন বাপ বেটা এখন আমেরিকাতেই থাকি। শ্রেয়াস একটা গাড়ি কোম্পানীতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স আর আরশ পড়ছে কিংস হাইস্কুলে গ্রেড নাইনে। এখানে আমার নিজের একটা স্টুডিও আছে।

শ্রেয়াস ও আরশ টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের সন্তান। টুটুল ১৯৯৯ সালে তানিয়াকে বিয়ে করেন। দীর্ঘদিন সুখে শান্তিতে সংসার করছিলেন তারা। ২০২১ সালে ঘর ভাঙ্গে তাদের। তারপর থেকে দুই পুত্র নিয়ে জো বাইডেনের দেশে থাকছেন টুটুল।

জানা গেছে, বর্তমানে দুই সন্তানকে নিয়েই টুটুলের প্রবাসজীবন। সেখানে স্টুডিওতে মাঝেমধ্যে গান করেন। বড় ছেলে একটি কোম্পানিতে চাকরি করছেন আর ছোট ছেলে আরশ কিংস হাইস্কুলে গ্রেড নাইন-এ পড়ছে।

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button