আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকানপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস আগে গুলি করে হত্যাচেষ্টার পর আবারও ট্রাম্পের প্রাণনাশের চেষ্টা হলো।
সর্বশেষ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ কোর্সে গলফ খেলার সময় ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা হয়।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে, তাদের এক বা একাধিক এজেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার মাঠের সীমানা প্রাচীরের কাছে একজন বন্দুকধারীর ওপর গুলিবর্ষণ করেছে। এছাড়া গো-প্রো ভিডিও ক্যামেরাসহ একটি একে-৪৭ সদৃশ রাইফেল জব্দের কথাও তারা জানায়। হামলাকারী একটি কালো গাড়িতে করে পালিয়ে যায়।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের এই গলফ কোর্সটি ট্রাম্পের আবাসস্থল মার-আ-লাগো প্রাসাদ থেকে বেশি দূরে নয়। ব্রাডশ জানান, গলফ কোর্সে সাবেক প্রেসিডেন্টের কাছ থেকে মাত্র এক হোল দূরে থাকা ওই বন্দুকধারীকে একটি ঝোপের মধ্যে শনাক্ত করে নিরাপত্তা সংস্থার লোকজন। হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে রায়ান ওয়েসলি রুথ নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তবে তার কোনো ক্ষতি হয়নি। রোববার দুপুরের ওই ঘটনার পর মি. ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
“আমার আশেপাশে গুলির শব্দ শোনা গেছে, কিন্তু গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আমি আপনাদেরকে বলতে চাই: আমি নিরাপদে এবং সুস্থ আছি,” এক বার্তায় জানিয়েছেন রিপাবলিকানপ্রার্থী মি. ট্রাম্প।
এদিকে, মি. ট্রাম্পকে পুনরায় হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। “সাবেক প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন জেনে আমি স্বস্তি পেয়েছি,” এক বিবৃতিতে বলেছেন মি. বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলেও জানিয়েছেন তিনি।
একই কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে মি. ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমালা হ্যারিসও। “আমি খুশি যে তিনি (মি. ট্রাম্প) নিরাপদে আছেন। আমেরিকায় সহিংসতার কোনোও জায়গা নেই,” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন মিজ হ্যারিস।