বিনোদন

বধূ সাজে ব়্যাম্পে হাঁটলেন ক্যানসার আক্রান্ত হিনা

মোহনা অনলাইন

ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তবুও অদম্য মনের জোর আর মানসিক শক্তি তাকে এতটুকু টলাতে পারেনি। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে বধূবেশে ব়্যাম্পে হাঁটলেন ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। মারণ রোগ শরীরে থাবা বসালেও মানসিক শক্তি এতটুকু টলাতে পারেনি। অসুস্থতার তোয়াক্কা না করে ক্যামেরায় ধরা দিলেন এক নতুন রূপে। লাল লেহেঙ্গায় কনে সেজেছেন হিনা খান।

ভিডিওতে দেখা গিয়েছে, হিনার পরনে লাল লেহেঙ্গা। বধূবেশে পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হাঁটছেন আগের মতোই। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় আপাতত ভাইরাল। যা দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

শুধু তাই নয়, হিনা খানের এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে। কেউ বা আবার ‘বিগ বস’-এর ঘরে তাঁর লড়াকু পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে ‘শের খান’ বলে আখ্যা দিয়েছেন। অনেকেই আবার সাহস জোগানোর জন্য হিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ভাইরাল হওয়া সেই ভিডিও বর্তমানে অনেকের জীবনযুদ্ধে সাহস জোগাবে।

কিছু দিন আগেই একতা কপূরের আয়োজন করা গণেশ পুজোয় দেখা গিয়েছিল হিনাকে। অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের কো-অর্ড সেট। এই ফ্যাশন শোয়ের আগের প্রস্তুতি পর্বের ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন হিনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমার বাবা বলতেন, সব সময়ে মনের জোর রাখবে। বেশি কান্নাকাটি করবে না। নিজের সমস্যার কথা খুব বড় করে দেখানোর মধ্যে কোনও কৃতিত্ব নেই। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই।”

হিনার কথায়, “এই জন্যই আমি ফলাফল নিয়ে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিয়ন্ত্রণে যা আছে, সেটুকুই আমি করতে পারব। বাকি আমি আল্লাহ-র উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর আমাদের চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। সত্যিই এই লড়াই সহজ ছিল না। কিন্তু আমি জানতাম, থামলে চলবে না।”

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেন। স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত ৩৬ বছরের অভিনেত্রী। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রেয়া ঘোষাল। তার জন্য প্রার্থনা করেছেন শিল্পা শেট্টি। হিনার এই লড়াই অনুপ্রেরণা জোগায়, এমনই মন্তব্য জুহি পারমারের। হিনাকে ‘স্ট্রং’ বলেছেন মৌনী রায় ও ভারতী সিং।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button