অপরাধ
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা হতে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।