সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল সুজনকে গ্রেফতার করে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
নূরুল ইসলাম ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। পরে ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ইমরান হোসেন নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং রিমান্ডের আবেদন করা হয়। ওই দিন আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় সকালে তিন দিনের রিমান্ড মঞ্জুর করার পর বিকেলে আবার রিমান্ড বাতিল করা হয়। হাইকোর্ট থেকে ইমরান হোসেন হত্যা মামলায় আগাম জামিন পাওয়ার বিষয়টি নুরুল ইসলাম সুজনের আইনজীবী আদালতকে জানানোর পর বিকেলে রিমান্ড বাতিল হয়। পরে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।