Top Newsখেলাধুলা

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

মোহনা অনলাইন

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও লেখক অঘোর মন্ডল আর নেই। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলেন ৫৮ বছর। বিভিন্ন শারিরীক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল)-এর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ সেপ্টেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তখন কে জানত, সুস্থ হয়ে আর বাসায় ফেরা হবে না তাঁর! স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।

দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবন অঘোর মণ্ডলের। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তাঁর সাংবাদিকতার শুরু। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই ও দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মণ্ডল। কাজের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। বেশ কিছু বইও লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘এক্সট্রা টাইম’ ও ‘এক্সট্রা কাভার’।

আগস্টের শুরু থেকেই কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। ক্রিটিনিয়েন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছিল। যা ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। এরপর সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত হন। সপ্তাহ দুয়েক আগে আইসিইউতেই লাইফ সাপোর্ট দেওয়া হয় অঘোর মন্ডলকে। ওই অবস্থাতেই আজ (বুধবার) বিকেলে তিনি দুনিয়া ত্যাগ করেন।

অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর ভোরের কাগজে ছিলেন। দেশের এখনকার প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি সম্প্রচারে মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, এটিএন নিউজ, দীপ্ততে  কাজ করেছেন অনেকদিন। সর্বশেষ এটিএন নিউজে মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button