বিনোদন

এবার প্রকাশ্যে এলো শাকিব-জয়ের আবেগঘন মুহূর্ত

মোহনা অনলাইন

এবার প্রকাশ্যে এলো শাকিব-জয়ের আবেগঘন মুহূর্ত। আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত ২৭ সেপ্টেম্বর। সুদূর মার্কিন মুলুক থেকে ঢাকায় উড়ে এসে ছেলে জয়ের জন্মদিনের কেক কাটলেন শাকিব। শনিবার রাতে দেখা মিললো সেই দৃশ্যই।

শাকিব-অপুর ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হয়েছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটছেন তিনি। সেই সময়ের তিনটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন অপু। যেখানে দেখা যায় শাকিবের সঙ্গে কেক কাটছে জয়। অন্য একটি ছবিতে দেখা যায় বাবাকে আদর করছে শাকিব পুত্র। ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, ‘বাবা-ছেলে যখন এক টিমে থাকে তখন কেক আরও মিষ্টি হয়ে যায়।’

এই পোস্টের আগে ছেলের জন্মদিনে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। অন্যদিকে শাকিব খানও ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন।

দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। এরপর গত বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন ঢালিউড কিং। এদিন হঠাৎ নায়ককে নব্যরূপে দেখে চমকে যান তার অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে সেলফিতে ধরা দেন তিনি। অনুরাগীরা মনে করছেন, এটি হয়তো শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন লুক।

ছবি সংগৃহীত

এর আগে, জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে শাকিব লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভিউ পাপা।’

অন্যদিকে শাকিব খানের আরেক ছেলে শেহজাদ খান বীর জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। বীরের মা বুবলীর ফেসবুকে একটি রিল প্রকাশ করা হয়েছে। এতে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর ও সন্তানের বিষয়ে জানান। এরপর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। পরবর্তীতে আলাদা হয়ে যান তারা। এরপরে শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। সেই সম্পর্কেও হয়েছে ছন্দপতন।

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button