বিনোদন

বন্যার্তদের নিয়ে অপু বিশ্বাসের আহ্বান

মোহনা অনলাইন

টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। হঠাৎ বন্যায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লাখো মানুষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পানিবন্দী হয়েছেন প্রায় ২৫ হাজার পরিবার। এদিকে উত্তরাঞ্চলে বন্যার সময় খুব একটা সহযোগিতা পান না সেখানকার মানুষরা। এ নিয়েও ফেসবুক তোলপাড়।

অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন। পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

ছবি: সংগৃহীত

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। জুয়েল সর্দার নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপু আমার মনে হয় আমাদের রংপুর বাংলাদেশের বাহিরে নয় তো আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।’ মুহাম্মদ ইউনুস নামে আরেকজনের বলেন, ‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোন কথা নয় আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক।’

উল্লেখ্য, কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে আবারও ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে এ নিয়ে জেলায় চতুর্থ ধাপে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে উঠতি আমনক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হচ্ছে। গত দুই মাসে উপজেলার কাপাসিয়া, হরিপর, শ্রীপুর ও চণ্ডীপুর ইউনিয়নের পাঁচ শতাধিক বিঘা ফসলি জমি এবং শতাধিক বসতঘর তিস্তায় বিলীন হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button