Top Newsসংবাদ সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

মোহনা অনলাইন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমারুল (৪৫), পলি আক্তার (৩৫), পলাশ (১২), ফরহাদ (৯), ফাতেমা (৭) ও ওমর ফারুক (৩)।

আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন দিনমজুর এমারুল হক স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। আগুনে তিনিসহ সপরিবার পুড়ে মারা গেছেন।

জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে আগুন লাগার পরে এলাকাবাসী আগুন নিভিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। ঘরটি ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঘরের ভেতরে দরজায় তালা মেরে আগুন জ্বালানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button