শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ জন বিচারপতি। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে তাঁদের নিয়োগ দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম রাব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারক নিয়োগের মধ্য দিয়ে শুরু হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সুপ্রিম কোর্টে সবচেয়ে বেশি বিচারপতি নিয়োগের ঘটনা এটি।