রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার (১৩ অক্টোবর) বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ।
অনুষ্ঠানে কূটনীতিক, হিন্দু সম্প্রদায়ের জ্যেষ্ঠ সাংবাদিক ও সংশ্লিষ্ট সচিবসহ প্রায় এক হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে সূত্র জানায়।