বিনোদন

নাহিদের বক্তব্য নিয়ে যা বললেন চিত্রনায়ক সোহেল রানা

মোহনা অনলাইন

একসঙ্গে আটটি জাতীয় দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।বিষয়টি নিয়ে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন ৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো নয়। আওয়ামী লীগ তাদের বিভিন্ন দিবসগুলো চাপিয়ে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না।

বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

এদিকে নাহিদের এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তথ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’

সেই পোস্টের কমেন্ট বক্সে মঞ্চনাটকের নন্দিত অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ মন্তব্য করেছেন, ‘এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে! তারা আসলে কারা?’

এরপরে আরেক পোস্টে সাংবাদিক ও ইউটিউবারদের ৭ মার্চের বক্তব্যের পর ঘটনাস্থল ত্যাগ করা প্রয়োজন ছিল বলে জানিয়েছেন। লিখেছেন,‘ইউটিউবার টেলিভিশন আপনার ইন্টারভিউ নিচ্ছে। ৭ই মার্চের ভাষণের ব্যাপারে আপনার বক্তব্যের পর ওদের স্থান ত্যাগ করা উচিত ছিল।’

নূনা আফরোজ ছাড়াও অল্প সময়ে ওই পোস্টে শতাধিক মন্তব্য এসেছে। বেশির ভাগই সোহেল রানার কথার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে অনেকে নাহিদের পক্ষ নিয়েও কথা বলেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button