বিনোদন

নাচের দলের সঙ্গে কোটি টাকার প্রতারণা!

মোহনা অনলাইন

কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’সুজা এবং তাঁর স্ত্রী লিজেল ডি’সুজার বিরুদ্ধে মহারাষ্ট্রে ১১.৯৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ! এক নাচের দলের আনা অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই শনিবার জানিয়েছে, থানে জেলায় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২৬ বছরের এক নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেছেন যে, মহারাষ্ট্রের একটি নাচের দল এক টেলিভিশন শো-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তারা তাতে জয়ীও হয়েছিল। জয়ী হওয়ার জন্য পুরস্কার হিসাবে ছিল ১১ কোট ৯৬ লাখ টাকার মূল্যের পুরস্কার। অভিযুক্তরা সেই দলকে নিজেদের বলে দাবি করেন। সেই পুরস্কার অর্থ চেয়েও নেন।

প্রতিবেদন আরও বলা হয়েছে, অভিযুক্তরা হলেন- ওমপ্রকাশ শংকর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি বিনোদ রাউত এবং রমেশ গুপ্তা। ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে অভিযোগকারী ও তার দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

কোরিওগ্রাফার হওয়া ছাড়াও ২০০৯ সাল থেকে বহু ডান্স রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন করেছেন রেমো। তিনি ডান্স ইন্ডিয়া ডান্স, ঝলক দিখলা জা, ডান্স কে সুপারস্টারস, ডান্স প্লাস, ডান্স চ্যাম্পিয়নস, ইন্ডিয়াস বেস্ট ডান্সার, ডিআইডি লিটল মাস্টার এবং ডিআইডি সুপার মমসের বিচারক ছিলেন।

২০১৮ থেকে ২০২৪- এর মধ্যে, তিনি ডান্স প্লাস (মরসুম ৪,৫ এবং ৬), ইন্ডিয়াস বেস্ট ডান্সার, হিপ হপ ইন্ডিয়া এবং ডান্স প্লাস প্রো-এর অংশ ছিলেন।

অভিষেক বচ্চন ও ইনায়েত ভার্মা অভিনীত রেমোর ওটিটি ছবি বি হ্যাপির মুক্তির অপেক্ষায় রয়েছে। রেমো পরিচালিত এবং লিজেল প্রযোজিত এই ছবিতে একজন সিঙ্গেল বাবা ও তার মেয়ের গল্প বলা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নোরা ফাতেহি, নাসার, জনি লিভার ও হারলিন শেঠি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button