বিনোদন

অস্কার নিয়ে এ আর রহমানের আক্ষেপ

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী ও সুরকার এআর রহমান। আজও তার কণ্ঠ, সুরের যাদু মন ছুঁয়ে নেয় সকলের। একদিন অস্কার জয়ের মাধ্যমে সারা ভারতবর্ষকে গর্বিত করেছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী।

সম্প্রতি সেই অস্কার নিয়েই আক্ষেপ করলেন এ আর রহমান। তার কথায়, এখন নাকি শিল্পীর অস্কার নিয়ে কেউ মাথা ঘামায় না।

দ্য উইকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানান, নিজেকে নিয়ে নতুন করে প্রমাণ করার কোন তাগিদ নেই তার। তাই ক্যারিয়ারের এই বাঁকে দাঁড়িয়ে বেছে বেছে কাজ করতে আগ্রহী তিনি।

এই শিল্পীর কথায়, ‘অনেক বছর আগে আমি অস্কার জিতেছিলাম। কিন্তু, এখন তা নিয়ে কারও কিছু আসে-যায় কি? আমি সেই কাজগুলোই করছি, যেগুলো আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়র’ ছবিতে সংগীত পরিচালনার জন্য অস্কার জেতেন এ আর রহমান। সুরকার ওই সাক্ষাৎকারে জানান, এখন নতুন কাজের প্রস্তাবের ক্ষেত্রে দু’টি বিষয় তার অপছন্দ।

সেগুলো কী, জানিয়ে রহমান বললেন, ‘কাজের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া এবং পরিচালকদের তরফে আমাকে ভুল পথে নেওয়ার প্রবণতা। অদ্ভুত বা বিদঘুটে গানের লিরিক দেওয়া হলে নিজেকেই প্রশ্ন করি,পরবর্তীতে কি আমি মঞ্চে এই গানটা গাইতে পারব?’ তাই পছন্দ না হলে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন বলেই জানান এ আর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button