অপরাধ

খুলনায় ছাত্রলীগ নেতাকে হত্যার দায়ে ২১ জনের যাবজ্জীবন

জুলাই-আগস্টের আন্দোলনে আহত-নিহতদের কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুই সপ্তাহের রুল জারি করেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী জানান, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের তালিকা করছে সরকার। নিহত-আহতের ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। তবে অনেক আহত-নিহত ক্ষতিপূরণ পাচ্ছে না। এমনকি ক্ষতিপূরণ কীভাবে পাওয়া যাবে সেটিও তারা জানেন না। সবার ক্ষতিপূরণ নিশ্চিত করতেই এ রিটটি করেন তারা।

এর আগে আহত-নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একাধিক রিট হয় উচ্চ আদালতে। গত ২৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া একাত্তরের মুক্তিযোদ্ধারা যেসব সুবিধা পান, ২৪-এর গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও কেন একই সুবিধা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

পাশাপাশি নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেওয়া হবে না, রুলে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খোন্দকার এ রিট করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button