Top Newsজাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম

মোহনা অনলাইন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর বেলা সাড়ে ১২টার দিকে যমুনার সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে বেলা ১১টায় বৈঠক হয়েছে। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।” বিএনপির সঙ্গে এ বৈঠক চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলন চলছে, আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কিনা–জানতে চাইলে শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে। এটার অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে কথা হয়েছে। কোনও ডেভলপমেন্ট হলে আপনারা জানবেন।”

এ সময় সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ-আলটিমেটাম এসেছে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?’ জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমাদের অবস্থান আপনারা দেখেছেন, আমরা বলেছি তারা (বিক্ষোভকারীরা) যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আমরা বলছি কোনো অগ্রগতি হলে আপনারা জানবেন।’

তখন সাংবাদিকেরা আবারও জানতে চান, ‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এই তো?’ জবাবে প্রেস সচিব বলেন, ‘হ্যাঁ।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গতকাল রাতে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। গতকালও তিনি অনেকগুলো সভা করেছেন। আজকেও বিএনপি নেতাদের সঙ্গে সভায় ছিলেন।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button