পেট্রাপোল আসছেন অমিত শাহ, ২ দিন বন্ধ আমদানি-রপ্তানি
রোববার ভারতের পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তার নিরাপত্তা জোরদার করতে এদিন ও আগের দিন শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এ বিষয়ে চিঠি দিয়ে ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি জানিয়েছেন বলে বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান।
তিনি বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেইসঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”
গত বৃহস্পতিবার টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা পেছানো হয়।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “সোমবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।”