বিনোদন

সাফজয়ী মেয়েদের নিয়ে যা লিখলেন তারকারা

মোহনা অনলাইন

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলার বাঘিনীদের দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার সাফল্যে উচ্ছ্বসিত সারাদেশ। তাদের সাফল্যে ভাসছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ফুটবলারদের প্রশংসায় মেতেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশের বিনোদন অঙ্গন থেকেও ভেসে আসছে প্রশংসা ও শুভকামনা।

সামাজিক মাধ্যমে বেশ কিছু তারকারা ইতোমধ্যে সাফজয়ীদের এই ঐতিহাসিক অর্জন নিয়ে অভিনন্দন জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সাফজয়ী নারী দলের সদস্য মাতসুসিমা সুমায়ার ট্রফি নিয়ে ঘুমানোর ছবিটি শেয়ার করেছেন। সেখানে বাঘিনীদের অভিনন্দন জানিয়ে মেহজাবীন লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স! বাংলাদেশের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়ন ২০২৪ এ বিজয়ী। অভিনন্দন মেয়েরা। ’

ছবি: সংগৃহীত

সাবিনা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানাতে একমুহূর্ত কার্পণ্য করলেন না জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রকাশ করেন নিজের মতামত। সাফ নারী দলের সদস্যদের ট্রফি নিয়ে ঘুমানোর কয়েকটি ছবি পোস্ট করে নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘মাস্টার লিওনেল মেসির থেকে উদ্ভাবিত স্টাইলে বাংলার বাঘিনীরা। আসুন, তাদের যথাযথ পুরস্কার দিয়ে সম্মানিত করি। সরকারি পুরস্কার শুধু পুরুষ ক্রিকেট দলের জন্যই হওয়া উচিত নয়, ধন্যবাদ।’

ছবি: সংগৃহীত

ছোট পর্দার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা! সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। তোমাদের এই অর্জন শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের নারীদের জন্য এক বড় উদাহরণ।’

এরপর লেখেন, ‘তোমাদের দলের সাহস, দৃঢ়তা এবং অসাধারণ পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে । তোমাদের এই অদম্য ইচ্ছাশক্তি আর সংগ্রাম দেশের আনাচ-কানাচে থাকা প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণার। তোমরা আবারও জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছ যে, নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা-ই তাদের জয় আটকাতে পারে না।’

আরও লেখেন, ‘এই জয় আমাদের আরও একবার মনে করিয়ে দিল “আমরা নারী, আমরাও পারি” তোমাদের এই সাফল্য দেশের প্রতিটি মেয়ে শিশুকে স্বপ্ন দেখাবে, তাদের সাহস জোগাবে নতুন কিছু করতে।’

সবশেষে শুভকামনা রেখে সাদিয়া লিখেছেন, ‘তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সাফল্য তোমাদের বারবার ছুঁয়ে যাক । আরও একবার অভিনন্দন তোমাদের!’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button