Top Newsরাজনীতি

অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম: জিএম কাদের

মোহনা অনলাইন

শেখ হাসিনার সরকারের সময় তাদের অন্যায়ের প্রতিবাদে করে ২০০৮ সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে দেননি বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই সংবাদ সম্মেলনে ডাকা হয়।

জিএম কাদের বলেন, এখন কয়েকটি গোষ্ঠী তাদের আওয়ামী লীগের দোসর হিসেবে ব্র্যান্ডিং করতে চাচ্ছে। বলা হচ্ছে, শেখ হাসিনার সব অপকর্মের সঙ্গে তারা আছেন। কিন্তু না, তারা ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নিয়েছিলেন। তাই বলে তারা শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের ভাগীদার হবেন কেন?

তিনি বলেন, ‘সেই সময় আমি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছিলাম। হজযাত্রীদের খারাপ বিমানে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু সেই ঘটনার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, আমি সঠিক ছিলাম। যার কারণে আমাকে পদত্যাগ করতে দেয়নি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘১৯৯০ সাল থেকে আমাদেরকে শেষ করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এখনকার জাতীয় পার্টির নিয়ে যা হচ্ছে তা সেই ষড়যন্ত্রের অংশ। আমরা শুরুতে ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার এলে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা এখনও চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম, শামীম হায়দার পাটোয়ারীসহ জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button