আফরান নিশো আর মেহজাবীন চৌধুরী পাশাপাশি চেয়ারে বসে কথা বলছিলেন এসময় এসে হাজির হলেন বুবলী। প্রতিটি চেয়ারের পিছনে আমন্ত্রিত শিল্পীর নাম লেখা ছিলো। বুবলীর চেয়ার বসে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে উঠেন আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি। বুবলী প্রতিউত্তরে বলেন ওকে। ওকে। নো প্রবলেম। এ বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।
এ সময় তাদের দুষ্টমির কথোপকথন দৃশ্য ধারণ করেন অনেকে। গুলশান ক্লাবে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এই ঘটনা। তারা উপস্থিত হন অ্যাওয়ার্ড নিতে। অনুষ্ঠান শুরুর আগে তারা একত্রে বসে খোশ গল্পে মেতে থাকেন। অনেককে দেখা যায় এসে সেলফি তুলতে বুবলী আর নিশোর সাথে। নিরাপত্তায় নিয়োজিত লোকজন বারণ করলেও তাতে কাজ হয়নি।
বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। শো টির অর্গানাইজার হিসেবে ছিলেন চেয়ারম্যান এম এন মাল্টিমিডিয়া কাজী নাজমুল হাসান। সভাপতি হিসেবে ছিলেন ফাউন্ডার এন্ড সিইও ইনডেক্স গ্রুপ শফিউল্ল আল মনির। সাথে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলারি স্বত্বাধিকার ফরিদা হুসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা ও মডেলরা।
এদিন মিডিয়াতে তাদের অবদান স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. মতিন রহমানকে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শবনম বুবলী। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। ‘এমআর-৯’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কনা। সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে জাজ মাল্টিমিডিয়।
‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ওয়েব ফিল্ম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শিহাব শাহীন।