Top Newsসংবাদ সারাদেশ

আমাদের কাজ হচ্ছে স্বচ্ছ ও জোরালো উপায়ে সত্য বলা : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে পুনরায় প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ঘটনাবলি সম্পর্কে কী ভাবছেন তা ‘স্পষ্টতই গুরুত্বপূর্ণ’। তবে তিনি জোর দিয়ে বলেন, সরকারে তাদের কাজ সত্য বলা।

শফিকুল আলম বলেন, ‘তিনি (ট্রাম্প) শিগগিরই মুক্ত বিশ্বের নেতা হতে পারেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে সবচেয়ে স্বচ্ছ ও বাধ্যতামূলক উপায়ে সত্য বলা।’

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে গতকাল শুক্রবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুরু থেকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কৌশল ছিল সব বিদেশি সাংবাদিক, গবেষক ও বিশেষজ্ঞকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো।

প্রেস সচিব বলেন, ‘তারা বাংলাদেশকে নিজেদের মতো করে আবিষ্কার করুক, কারণ আমরা আমাদের সমাজ, আমাদের জনগণ, আমাদের দেশ সম্পর্কে আত্মবিশ্বাসী।’

শফিকুল আলম নেত্র নিউজকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত অনুসন্ধানী সংবাদমাধ্যম হিসেবে উল্লেখ করেন, যা সাংবাদিকতার একটি ‘চমৎকার অংশ’ করেছে। তিনি বলেন, ‘এটি সংখ্যালঘু গোষ্ঠী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে প্রচারিত কিছু মিথ্যাচারকে ভেঙে দিয়েছে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রাম্প হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বরোচিত সহিংসতার’ তীব্র নিন্দা জানান, যারা বাংলাদেশে উন্মত্ত জনতার দ্বারা আক্রান্ত ও লুটপাটের শিকার হচ্ছে, দেশটি এখনও পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

শফিকুল আলম বলেন, তারা জানেন, এই গোষ্ঠীর দাবি বিপ্লবের সবচেয়ে মিথ্যা আখ্যান তৈরিতে বড় ভূমিকা পালন করেছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতার বিষয়ে।

প্রেস সচিব বলেন, ‘আমরা অস্বীকার করছি না, কিছু ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা ঘটেনি। কিন্তু সেগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা, যা অতিরঞ্জিত হয়েছে। মিথ্যা কোনো বিপ্লবের সূত্রপাত ঘটায় না, জনগণের সম্মিলিত বুদ্ধিমত্তাকে কৃতিত্ব দিতে হবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘ব্যক্তি ও মানুষ হিসেবে তাদের সম্মান করতে হবে। ক্ষণিকের মধ্যে সেই অনুপ্রাণিত গোষ্ঠীগুলো জয়ী হতে পারে। তবে শিগগিরই তারা বুঝতে পারবে, তাদের আখ্যানের কোনো ভিত্তি নেই। নিউইয়র্কের গণপরিবহণ ও ভ্যানে ব্যানার লাগিয়ে অথবা যতই সোশ্যাল মিডিয়ায় বুস্টিং করুক না কেন, তা তাদের কোনো কাজে লাগবে না।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button