টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে দেশে পা রেখেই মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। সারা শহর শোভাযাত্রা করে বাফুফে ভবনে পা রেখে পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংবর্ধনা। আজ শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করলেন বাংলার মেয়েরা
মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে আজ সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার। চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তবে, আগের মতো ফুটবল ফেডারেশনের বিভিন্ন কর্তা বা অন্যান্য স্টাফদের এই সাক্ষাতে দেখা যায়নি। যাওয়া হয়নি মিডিয়া অফিসারেরও।
এদিকে নারীরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর সুযোগ সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও এসব নিয়ে নানা সময়ই উঠেছে নানা অভিযোগ। এবার নতুন করে আবার আলোচনা হচ্ছে। মেয়েরা যেদিন দেশে ফিরেছেন সেদিনই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কথা হয়েছে তার। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও জানালেন, নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে।
নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে গত বৃহস্পতিবার কথা বলেন শফিকুল আলম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নারী ফুটবলাররা ঠিকঠাক বেতন পাচ্ছেন না। তাদের বেতনের সমতা নিয়েও একটা কথা উঠেছে। আমরা বিসিবি ও বাফুফের সঙ্গে আলোচনা করছি এটা নিয়ে।’