আন্তর্জাতিক

স্পেনের রাজাকে লক্ষ্য করে কাদা ছুড়ল বিক্ষুব্ধ বন্যাদুর্গতরা

স্পেনের প্রলয়াঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জনরোষের শিকার হয়েছেন দেশটির রাজা, রানি এবং প্রধানমন্ত্রী। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শনের সময় তাদের অপদস্থ করেন স্থানীয় লোকজন। এ সময় তাদের লক্ষ্য করে কাদাও ছুড়ে মারা হয়।

স্পেনে প্রবল বৃষ্টিপাতে গত মঙ্গলবার আকস্মিক বন্যা দেখা দেয়। এই বন্যার কারণে মারা যায় ২১৭ জনেরও বেশি লোক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভ্যালেন্সিয়া অঞ্চল। সেখানকার পাইপোরতা এলাকায় মারা যায় ৭০ জন লোক। এই দুর্গত এলাকাটিতেই গতকাল রোববার (৩ নভেম্বর) আসেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেটিজিয়া এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

পাইপোরতায় একটি সঙ্কট কেন্দ্রে যান রাজা ও রানি। এ সময় সেখানে থাকা বিক্ষুব্ধ লোকজন তাদের ‘খুনি’ বলে চিৎকার করতে থাকে। নিরাপত্তাকর্মীরা তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া চেষ্টার সময় কাদাও ছুড়ে মারা হয়। রাজা ও রানির মুখে ও কাপড়ে কাদা লেগে যায় এ সময়। এরপর নিরাপত্তাকর্মীরা ছাতা খুলে তাদের আড়াল করেন।

পরে রাজা ফিলিপ বলেন, স্পেনকে এই রাগ ও হতাশার বিষয়টিকে বুঝতে হবে। এখানে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের পর শহর, আর লোকজন বাধ্য হয়ে কাদার মধ্যে নিজেদের গাড়ি ছেড়ে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রাজা ক্ষতিগ্রস্ত লোকজনকে আশা প্রদানের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ভ্যালেন্সিয়ার আঞ্চলিক সরকার প্রধান কার্লোস মাজোনকে ঘিরেই জনগণের ক্ষোভ ছিল বেশি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কার্লোস মাজোন বলেন, ‘এই সামাজিক ক্ষোভের বিষয়টি আমি বুঝি আর আমি এটা গ্রহণ করতেই এখানে এসেছি। এটা আমার রাজনৈতিক ও আদর্শগত বাধ্যবাধকতা।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button