Top Newsআন্তর্জাতিক

লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ : কমলা হ্যারিস

ডেমোক্র্যাটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার (৪ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ায় তার প্রচারাভিযানের চূড়ান্ত সমাবেশে বলেছেন, তার দল আশাবাদী। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পেনসিলভানিয়া নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে। কমলা হ্যারিস বলেন, ‘(নির্বাচনি) লড়াই এখনও শেষ হয়নি এবং আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে শেষ করতে হবে। এটি ইতিহাসের সবচে হাড্ডাহাড্ডি হতে পারে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। এ লড়াই কারও বিরুদ্ধে নয়, এটি আমেরিকানদের মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য।’

কমলা আরও বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা বাকি, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আপনারা আমাকে আগেও বলতে শুনেছেন, আমরা কঠোর পরিশ্রম করতে পছন্দ করি।’ এ সময় জনতাকে ‘আমরা জিতব’ এবং ‘আমরা ফিরে যাচ্ছি না’ বলে উল্লাস করতে দেখা যায়।

ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আর্টসের এই সমাবেশেও জীবনযাত্রার খরচ কমানো, আবাসন সংকট নিরসন, শিশুসেবা, বয়স্কদের হোমকেয়ার এবং শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসার জন্য কর হ্রাসের মতো প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেছেন কমলা হ্যারিস। তিনি জয়ী হলে প্রজনন স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য গর্ভপাতের অধিকারের ওপর একটি বিল পাস করারও প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া কমলা হ্যারিস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজেকে বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করেন। যেমন তিনি ভিন্নমতের লোকদের সঙ্গে আলোচনার টেবিলে বসার প্রতিশ্রুতি দেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই তার রাজনৈতিক বিরোধীদের কড়া সমালোচনা করেন।

ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা বলেন, ‘আমরা এই প্রচারণা শুরু করেছি ১০৭ দিন আগে। শুরু থেকেই আমাদের এই লড়াই কোনো কিছুর বিরুদ্ধে নয়, এটি কোনো কিছুর জন্য লড়াই। এটি সমস্ত আমেরিকানদের জন্য স্বাধীনতা, সুযোগ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য লড়াই।’

কমলা আরও বলেন, ‘আজ রাতে আমরা শেষ করছি, যেভাবে শুরু করেছিলাম আশাবাদ, শক্তিমত্তা, আনন্দের সঙ্গে। আমাদের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা আমরা রাখি এবং যখন এটি একসঙ্গে করি, তখন আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button