ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনের দরজা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। একটি বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। ঘটনাটি ঘটে বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের এই প্লেনটি কুয়েত থেকে ঢাকায় এসে পৌঁছেছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, যাত্রীদের ফ্লাইট থেকে নামার পর প্লেনের দরজা ভেঙে যায়। তবে, ওই সময় প্লেনটির ভেতরে কোনো যাত্রী ছিল না, শুধু পাইলট ও কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। এই প্লেনটির রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।
পরে যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এ ছাড়া যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।