হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের আরও কাছাকাছি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পই এগিয়ে আছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। নিজের কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের ভোট গণনার রাতে ফলাফলের জন্য ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে বিপুল উৎসাহ নিয়ে জড়ো হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। আশা করা হচ্ছে, হোয়াইট হাউসের দৌড়ে জয় নিশ্চিতের পর সমর্থকদের উদ্দেশে এখানে বক্তব্য দেবেন তিনি।
ইতোমধ্যে বেশ কয়েকটি রাজ্যের ফল ঘোষণা হয়ে গেছে। এতে হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ–সব জায়গাতেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এতে অনেকটা হতাশ তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। যে কারণে সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২২ বছর বয়সী তরুণ সমর্থক মুসা আব্রাহাম বলেন, ‘আমার মনে হচ্ছে, ট্রাম্প এই নির্বাচনে জয়ী হয়েছেন। এটিই চূড়ান্ত, আমি মনে করি, বিশ্ব আরও মহান হতে চলেছে।’
আরেক সমর্থক জো অ্যান পলি ক্যালভো বলেন, ‘এটি ২০১৬ এর মতো। আমরা জয়ের জন্য একই পথে রয়েছি। আমি আজ রাত নিয়ে খুবই আশাবাদী।’
ফরাসি সংবাদ সংস্থা এসব তথ্যের পাশাপাশি তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা এখন ট্রাম্পের অন্যতম আবাসস্থলে পরিণত হয়েছে। তবে তিনি তার নিজের নিউইয়র্কে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন।
যদিও পাম বিচের ওয়াচ পার্টিতে থাকা কয়েকজন নির্বাচনের ফলাফল সম্পর্কে এখনও চিন্তিত। ৬৮ বছর বয়সী রোকো তালারিকো বলেন, তিনি আত্মবিশ্বাসী রিপাবলিকানরা জিতবে। তিনি বলেন, ‘আমাদের এটাই দরকার। কারণ আমাদের দেশে এখন কোনো সীমানা নেই। অপরাধ বেড়েছে, শেয়ার বাজারের অবস্থা খারাপ, আমাদের গ্যাস ও খাবারের দাম বেশি। কমলা (হ্যারিস) চার বছর ধরে কিছুই করেনি।’