বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে গত সেপ্টেম্বরে এসেছে তাদের প্রথম কন্যাসন্তান।দীপাবলিতে মেয়ের পায়ের ছবি প্রকাশ করে দু’জনেই ছোট বেবির নাম প্রকাশ করেছেন তাদের ইন্সটাগ্রামে। এরপরই চরম কটাক্ষের মুখে পড়েন এই তারকা দম্পতি।
সম্প্রতি দিওয়ালির আমেজে দীপিকা পাড়ুকোন তাঁদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। এই ছবি পোস্ট করে দীপিকা জানান তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন দুয়া। এই ঘোষণা করে অভিনেত্রী লেখেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা এবং রণবীর।’
উগ্রবাদী এসব নেটিজেনরা দীপিকার পোস্টে তীব্র ভর্ৎসনা করে লিখেছেন, মেয়ের নাম কেন প্রার্থনার বদলে কেন দুয়া রাখা হলো।
উক্ত প্রসঙ্গে একজন লিখেছেন, ‘হিন্দু নাম কি কম পড়েছে?’ আরেকজন লিখেছেন, ‘এত মুসলিম প্রীতি কীসের? হিন্দু ভালো লাগে না, উর্দুই পছন্দ?’ অন্য একজন ব্যক্তি লিখেছেন, ‘প্রার্থনা রাখলে কী হতো?’ তাছাড়াও আরও অসংখ্য কটুক্তি করা হয়েছে সদ্য পিতৃ- মাতৃত্বের স্বাদ পাওয়া তারকা যুগলকে।
যেখানে শ্যাম নামের একজন লিখেছেন, ‘দুয়ার থেকে প্রার্থনা অনেক বেশি সুন্দর। কিংবা দূর্বা রাখতে পারতেন।’
শঙ্কর নামের এক ব্যক্তি লিখেছেন, ‘কোনও হিন্দু দেবীর নাম পেলেন না মেয়ের নাম রাখার জন্য?’
এছাড়াও একজন লিখেছেন, ‘দীপিকাকে ভালো লাগে। কিন্তু উনি মেয়ের নাম যেটা রেখেছেন সেটা একদম ভালো লাগল না। যেখানে সেই কমেন্টের রিপ্লাইয়ে আরেকজন লিখেছেন, ‘বলিউডের লোকজন জেনে বুঝে এটা করেন। সনাতন ধর্মকে ইচ্ছে করে আঘাত করেন। নিজেরা তো দুজনেই হিন্দু তাহলে এই নাম কেন?’ এ বিষয়ে অবশ্য তারকা দম্পতির কেউই এখনও মুখ খোলেননি।