বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

মোহনা অনলাইন

‘সাবা’র পর কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয় মালতী’। আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

এই উৎসবে অংশ নেয় বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশের নাম। বাংলাদেশের হয়ে এই আসরেই বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’। চলচ্চিত্রে পা রেখেই সাড়া ফেলে দিয়েছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। সেই উদযাপনের মধ্যেই এলো এই নতুন খবর!

উৎসবে মেহজাবীন চৌধুরীর ‘প্রিয় মালতী’ ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে। সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে দেশের সিনেমা ‘প্রিয় মালতী’, ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার’।

প্রিয় মালতী’র একটি স্থিরচিত্র পোস্ট করে খবরটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। যা শেয়ার করে বাংলাদেশি সিনেমা সংশ্লিষ্টরা মেহজাবীন, শঙ্খ দাশগুপ্তকে অভিনন্দন জানিয়েছেন। এ প্রসঙ্গে মেহেজাবীন বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘প্রিয় মালতী’’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

যা নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। কখনো ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প আন্তর্জাতিক মঞ্চে এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য। বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

জানা গেছে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে। প্রিয় মালতী-তে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন-নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরো অনেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button