বিনোদন

একসঙ্গে মঞ্চ মাতাবেন কালজয়ী ব্যান্ডগুলো

মোহনা অনলাইন

নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী ব্যান্ডগুলো রাজধানীতে একসঙ্গে মঞ্চ মাতাবেন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিলো ঢাকা রেট্রো শিরোনামের একটি কনসার্টের। সেখানে পারফর্ম করার কথা ছিল নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড- নগরবাউল জেমস, মাইলস, আর্ক ও দলছুট-এর। কিন্তু কনসার্টটির একদিন আগে জানানো হয়, ভেন্যু জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে কনসার্টটি।

বোনাস হিসেবে চার ব্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে ওয়ারফেজের প্রাক্তন সদস্য গিটারিস্ট অনি হাসানের নাম। তাই কনসার্টটি নিয়ে দর্শক-শ্রোতাদের আগ্রহের শেষ নেই। অবশেষে জানানো হলো কনসার্টের স্থান ও সময়সূচী। আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫ টায় শুরু হবে কনসার্ট।

জানা গেছে, ‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক এখনও টিকেট কাটতে পারছেন। সাইটে  দুই ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে। ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button